আন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত দক্ষিণ চীনা সাগরে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বেইজিং। মার্কিন সমরসজ্জার পর এবার অঞ্চলে প্রায় ১০০ জাহাজ মোতায়েন করেছে চীন। ওয়াশিংটনভিত্তিক কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণাকেন্দ্র জানিয়েছে, এসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ যা নিয়ে চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে। যুক্তরাষ্ট্রও দক্ষিণ চীন সাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে।
জানা গেছে, চীনের এই নৌবহরে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে উপকূলীরক্ষী এবং কয়েক ডজন মাছ ধরার ট্রলার। চীন এ অঞ্চলে ফিলিপাইন সরকারের নির্মাণ তৎপরতা বন্ধ করতেই এসব পদক্ষেপ নিয়েছে বলে ওই সূত্রটি উল্লেখ করেছে।