আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে মহাজোট থেকে প্রধানমন্ত্রী হলে কী হবে? সপ্তাহে ৬ দিন ৬ জন প্রধানমন্ত্রী হবেন। আর রবিবার ছুটি কাটাবে দেশ!
গোয়ার পানজিমে বিজেপির একটি অনুষ্ঠানে গিয়ে এ ভাবেই মহাজোটকে ব্যঙ্গ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শনিবার পানাজিমে অটল বুথ কার্যকর্তা সম্মেলন ছিল বিজেপি কর্মী-সমর্থকদের। সেই অনুষ্ঠানে বক্তৃতা করতে মঞ্চে উঠে মহাজোটকে আক্রমণ করেন অমিত শাহ।
তিনি বলেন, ‘মহাগঠবন্ধন সোমবার মায়াবতীকে প্রধানমন্ত্রী হিসাবে পাবে, অখিলেশ মঙ্গলবার, দেবগৌড়া বুধবার, (চন্দ্রবাবু) নায়ডু বৃহস্পতিবার, (এম কে) স্ট্যালিন শুক্রবার এবং শরদ পাওয়ার শনিবার। রবিবার ভারতের ছুটি।’
ওই মঞ্চ থেকে অমিত শাহ আক্রমণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেও। রাজ্যের আইনশৃঙ্খলা নয়, প্রকৃতপক্ষে মমতা বিজেপিকে ভয় পাচ্ছেন। ভয়ের জন্যই সভা করার অনুমতি দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের এক ইনটেলিজেন্স অফিসারই তাকে এ কথা বলেছেন, দাবি তার।
বিজেপি বিরোধী মহাজোটকে আক্রমণের পাশাপাশি ওই মঞ্চ থেকে বিজেপির সমস্ত কর্মী-সমর্থকের প্রতি তার বার্তা, লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদিই যেন ফিরে আসেন।