মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:১৪:৩৩

বিমান নামতে গিয়ে বিপর্যয়

বিমান নামতে গিয়ে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক: হায়দরাবাদ থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ার ওয়েজ-এর বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার সময়েই ঘটে এই ঘটনা। রানওয়েতে নামতে গিয়ে ঘটতে পারত বিরাট বিপর্যয়। ঘটল না শুধু পাইলটের কৃতিত্বে। আশ্চর্য রক্ষা পেলেন বিমানযাত্রীরা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, হায়দরাবাদ থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ার ওয়েজ-এর বিমানটি লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার সময়েই ঘটে এই ঘটনা। বিমানটি রানওয়েতে মাটি ছুঁতে না ছুঁতেই প্রবল বাতাসের কারণে বাউন্স করে। টলমল করে ওঠে বিমান।

এই পরিস্থিতিতেই সামলে নেন পাইলট। মাটি স্পর্শ করার এক সেকেন্ডের মধ্যে তিনি উড়িয়ে নেন বিমানটিকে। সেটা না করলে হয়তো ক্র্যাশ করে যেতে পারত বিমানটি। দুর্ঘটনা সামলে বিমানটি আকাশে খানিক চক্কর মারে। পরে নিরাপদেই তা অবতরণ করে। বিগ জেট টিভি এই ঘটনার ভিডিও তাদের টুইটার হ্যান্ডলে পোস্ট করলে তা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। ৪ মিলিয়ন ছাড়িয়ে যায় ভিউয়ারের সংখ্যা। যাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য পাইলটকে ধন্যবাদ দিচ্ছেন টুইটারেত্তিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে