আন্তর্জাতিক ডেস্ক: বিয়েতে সাংঘাতিক কাণ্ড, ড্রেনে তলিয়ে গেল বরযাত্রীরা, হতবাক কনেপক্ষ! ফেব্রুয়ারির ৯ তারিখ হোশিয়ারপুরের বিখ্যাত হল অলিভ গার্ডেনে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু বিয়ের দিনই তাল কাটল।
মহা ধুমধামে চলছে বিয়েবাড়ির আয়োজন। চলছে দেদার খাওয়াদাওয়া, হইহুল্লোড়। হাজির বরযাত্রীরাও। চলছে উদ্দাম নাচ। এমনই সময়ে আচমকা ছন্দপতন। বিয়ের সানাইয়ের সুর বদলে গেল বিষাদে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি নয়ডার হোশিয়ারপুর গ্রামের। গাজিয়াবাদের ব্যবসায়ী বছর ৩৫-এর অমিত যাদবের সঙ্গে দিল্লির বাসিন্দা বছর ৩২-এর সোনমের বিয়ে ঠিক হয়েছিল। ফেব্রুয়ারির ৯ তারিখ হোশিয়ারপুরের বিখ্যাত হল অলিভ গার্ডেনে বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কিন্তু বিয়ের দিনই তাল কাটল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা থেকে অলিভ গার্ডেনে ঢুকতে একটি ছোট ব্রিজ পড়ে। সেই ব্রিজের নীচ দিয়ে বড় একটি হাইড্রেন বয়ে গিয়েছে। বিয়ের অনুষ্ঠানে বরকে নিয়ে যোগ দিতে বরযাত্রীরা ওই ব্রিজটির উপরেই নাচ শুরু করেন। প্রায় ১০ মিনিট ধরে চলে উদ্দাম নাচ। কিন্তু আচমকাই ওই ব্রিজ ভেঙে সোজা ড্রেনের মধ্যে পড়ে যান প্রত্যেকে।
অলিভ গার্ডেনের নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বর-সহ অন্তত ১২ জন বরযাত্রী ড্রেনের মধ্যে পড়ে যান। দুর্ঘটনায় আহত হয় দুই শিশুও। জখম হয়েছেন বর অমিত যাদবও। ড্রেনের মধ্যে বেশিরভাগই নিজেদের গয়না ও মোবাইল ফোন হারিয়ে ফেলেন। ড্রেনটি অনেকটা গভীরে হওয়ায় উঠতে অনেক সমস্যা হয়। শেষে পুলিশ ও গ্রামবাসীদের মদতে বরযাত্রীদের ড্রেন থেকে বার করা হয়।
ঘটনার পরেই অলিভ গার্ডেনের কর্তৃপক্ষের দিকে আঙুল তুলেছেন কনেযাত্রীদের একপক্ষ। তবে ইতিমধ্যে হল মালিক ওপি শর্মা ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এমন ঘটনা অনভিপ্রেত। ১৫ বছরে এমন ঘটনা ঘটেনি।-এবেলা