বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:০৪:১৪

ভ্যাটিকানের গির্জার ৮০ ভাগ যাজকই সমকামী !

ভ্যাটিকানের গির্জার ৮০ ভাগ যাজকই সমকামী !

আন্তর্জাতিক ডেস্ক: রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান গির্জা ভ্যাটিকানের ওপর একটি অনুসন্ধান ধর্মী বই প্রকাশ করতে যাচ্ছেন এক ফরাসি সাংবাদিক। তাতে দাবি করা হয়েছে, ভ্যাটিকানে কর্মরত ৮০ ভাগ যাজকই সমকামী। আগামী সপ্তাহেই বইটি প্রকাশ হওয়ার কথা রয়েছে। গার্ডিয়ান, ডেইলি মেইল

যাজকদের দুর্নীতি ও ভণ্ডামি অনুসন্ধানে ভ্যাটিকানের পেছনে প্রায় ৪ বছর ব্যয় করেছেন ফরাসি সমাজ বিজ্ঞানী, সাংবাদিক ও লেখক ফ্রেডেরিক মারশেল। তিনি ক্যাথলিক খ্রিস্টানদের এই প্রধান কেন্দ্রটিতে বিস্তর অনুসন্ধান চালিয়ে ৫৭০ পৃষ্ঠার বইটি রচনা করেছেন।

আগামী সপ্তাহে প্রকাশিতব্য বইটিতে ভ্যাটিকানের জ্যেষ্ঠ যাজকদের দ্বারাই বেশি আক্রমণের ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে। যদিও তারা যৌনতার সঙ্গে স্বক্রিয় নয় বলেই ধরা হয়।

আগামী বুধবার ভ্যাটিকানে বিশ্বের ১শ টি দেশ থেকে সকল ক্যাথলিক যাজকদের নিয়ে ৪ দিন ব্যাপী একটি সম্মেলনের উদ্বোধন হবে। যেখানে যৌন সহিংসতা ও হেনস্তার ওপর আলোচনা করা হবে। ঘটনাক্রমে, সেদিনই বিশ্বের ২০টি দেশ থেকে মোট ৮ টি ভাষায় ‘ইন দ্য ক্লোসেট অব দ্য ভ্যাটিকান’ নামে বইটি প্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রকাশক ব্লুমসবাড়ি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে