বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:৪৮:৪৭

ভারতে বাতিল হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল

ভারতে বাতিল হয়ে গেল নাগরিকত্ব সংশোধন বিল

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধন বিল বাতিল হয়ে গেল। ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিলটি রাজ্যসভায় পেশ করাই গেল না। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে বিলটি শাসক দল আনতে চেয়েছিল। 

বিলটি লোকসভায় পাস করা গেলেও বিরোধীদের তীব্র বিরোধিতায় তা বুধবার রাজ্যসভায় উত্থাপনই করা গেল না। লোকসভা ভোটের পর শাসক দল চাইলে এই বিল আবার নতুনভাবে আনতে হবে এবং দুই কক্ষেই পাস করাতে হবে। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটিও আইনে পরিণত করতে গেলে নতুন সরকারকে তা নতুনভাবে আনতে হবে।

একইভাবে মুসলমান নারীদের বিয়ের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিন তালাক বন্ধ করতে প্রস্তাবিত বিলটিও রাজ্যসভায় বিবেচনার জন্য পেশ করা গেল না। নাগরিকত্ব বিলের মতো এই বিলটিও লোকসভায় পাস করানো হয়েছিল। নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চল অগ্নিগর্ভ। 

মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিল-বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়। আসামসহ প্রতিটি রাজ্যে বিজেপির শরিকেরা এই বিলের বিরোধিতা করেছে। অনেকেই বিজেপির সঙ্গে গাঁটছড়া বাতিল করেছে। বিলটি বাতিল হয়ে যাওয়ায় এখন প্রশ্ন, লোকসভার ভোটের আগে বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় শরিকেরা ফের জোটে ফিরে আসবে কি না। 

এই বিল নিয়ে বিরোধ শুরুর আগে বিজেপি মনে করছিল, শরিকদের সঙ্গে জোট বেঁধে এই তল্লাটের মোট ২৫টি লোকসভার আসনের মধ্যে অন্তত ২২টি তারা জিতে নেবে। কিন্তু তা সম্ভব, সেটার দেখার বিষয়! তবে কংগ্রেসসহ তৃণমূল কংগ্রেস ও উত্তর-পূর্বাঞ্চলীয় বিজেপি বিরোধী জোটের বাধার সম্মুখে এই বিল পাশ হলো না রাজ্যসভায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে