বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:২১:৪৯

একটি ছাগল মারতে গচ্চা কোটি টাকা!

একটি ছাগল মারতে গচ্চা কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক : একটি ছাগল মারার জন্য গচ্চা দিতে হলো প্রায় কোটি টাকা। এমন কথা শুনলে অনেকেই চমকে যাবেন। তবে এমন ঘটনাই ঘটেছে পাকিস্তানে। দেশটির গিলগিত-বালুচিস্তান অঞ্চলের একটি ‘ট্রফি হান্টিং সেশনে’ বিরল প্রজাতির এক ছাগল শিকারের জন্য প্রায় এক কোটি টাকা ব্যয় করেছেন এক মার্কিন শিকারি।

তার নাম ব্রায়ান কিন্সেল হারলান। মারখোর প্রজাতির শিংওয়ালা ওই ছাগল দেশটির জাতীয় পশু। এই জাতের ছাগলের বেশ বড় বড় বাঁকানো ও ধারালো শিং রয়েছে। আর এসব পশু সংরক্ষণে দেশটির সরকারি নির্দেশনাও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে প্রথমবারের মতো এত অর্থ ব্যয় করে কেউ মারখোর প্রজাতির ছাগল শিকার করলেন। ওই মার্কিন শিকারি বলেন, ‘এটা আমার জন্য খুব সহজ ও সুবিধাজনক একটি সুযোগ ছিল। আমি এই ট্রফি পেয়ে আনন্দিত।’ তিনি ৪১ ইঞ্চি আয়তনের একটি ট্রফি পেয়েছেন।

গেল বছর ২০১৮-১৯ ট্রফি হান্টিং সেশনে দেশী ও বিদেশী শিকারিরা ৫০টি বন্যপ্রাণী শিকার করেন। তবে এ বছরের জানুয়ারিতে দুই মার্কিন নাগরিক সর্বোচ্চ দামে মারখোর জাতের ছাগল শিকার করেন। এ জাতের ছাগল শিকারের জন্য তাদের এক লাখ মার্কিন ডলার গুনতে হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে