আন্তর্জাতিক ডেস্ক : ৯ বছরের নাবালকের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করার ভয়াবহ অভিযোগ উঠল ৩৬ বছরের নারীর বিরুদ্ধে। চিকিৎসকের কাছে গিয়ে নাবালক এই বিষয়টি জানালে ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে ৷
জানা যায়, প্রায় এক বছর ধরে ওই নাবালকের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারিরীক সম্পর্ক করতো ওই নারী। এর জেরে মানসসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ছেলেটি৷ অভিযুক্ত ওই নারী সম্পর্কে ছেলেটির আত্মীয় হয়৷ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালার থেনহিপাল্লামে।
ঘটনা সামনে আসতেই এরপর চাইল্ডলাইন কর্তৃপক্ষে বিষয়টি জানানো হয়। তারা ছেলেটির বয়ান রেকর্ড করে স্থানীয় থানায় সেই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে বেশ অনেকদিন ধরেই সমস্যা চলছিল। তার জেরেই ছেলেটির উপর নির্যাতন চালানো হয়।