বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:১৮:৫৯

প্রেম করে আপন দুই বোনকে বিয়ে, তারপর...

প্রেম করে আপন দুই বোনকে বিয়ে, তারপর...

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম করে আপন দুই বোনকে বিয়ে করেছিলেন মোহাম্মদ আব্বাস নামের এক যুবক। বিয়ের পর কিছুদিন তাদের সংসার ভালো চললেও পরে শুরু হয় ঝগড়া। সেই দুই বোনের বিবাদে মর্মান্তিক পরিণতি হলো স্বামীর। সতীন শব্দটিই যেন গ্রাস করল একটি তাজা প্রাণ। আজ বৃহস্পতিবার ভারতের দক্ষিণ ২৪ পরগনায় ঘটেছে এমন ঘটনাটি।

ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী মোহাম্মদ আব্বাস বিহারের বাসিন্দা৷ পেশায় গাড়িচালক আব্বাস ঘুটিয়ারি শরিফে থাকতেন।  ওই এলাকাতেই তার সঙ্গে পরিচয় হয় দুই বোনের৷ প্রেমের সম্পর্কের পর দুজনকেই বিয়ে করেন তিনি৷ প্রথমে ছোট বোনকে এবং পরে বড় বোনকে বিয়ে করেন আব্বাস৷

প্রথম প্রথম দুই বোনের সংসারে সবকিছুই ঠিকঠাক চলছিল৷ কিন্তু বেশ কয়েক মাস পর থেকে সংসারে শুরু হয় অশান্তি।  নিত্য ঝগড়া লেগেই থাকত তাদের পরিবারে। 

প্রতিবেশীরা জানিয়েছেন, দিনের পর দিন সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে থাকে৷ শেষে মানসিক চাপ সহ্য করতে না পেরে গতকাল বুধবার রাতে বিষ পানে করেন আব্বাস৷ অসুস্থ অবস্থায় রাতে তাকে প্রথমে ঘুটিয়ারি শরিফ প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ আজ সকালেই সেখানেই মৃত্যু হয় আব্বাসের৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে