বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:১৫:৫৩

এক সঙ্গে হাত মেলালেন এরদোগান-পুতিন-হাসান রুহানি

 এক সঙ্গে হাত মেলালেন এরদোগান-পুতিন-হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরীয় সঙ্ঘাত অবসানের লক্ষ্যে আলোচনার জন্য বৃহস্পতিবার ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। আইএসের নিয়ন্ত্রণে সিরিয়ার পূর্বাঞ্চলের একটি মাত্র এলাকা রয়েছে। এদিকে ওয়াশিংটন দেশটি থেকে সৈন্য প্রত্যাহারের প্রস্তুতি নিয়েছে।

এদিকে চলতি সপ্তাহে কূটনৈতিক তোড়জোড়ের লক্ষ্য সিরিয়ায় আট বছর ধরে চলা রক্তক্ষয়ী সঙ্ঘাত বন্ধ করা। সিরিয়ায় চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত তিন লাখ ৫০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সর ফাঁকে আন্তর্জাতিক আইএসবিরোধী জোটটি বৈঠকে বসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়ারশতে মধ্যপ্রাচ্যবিষয়ক সম্মেলনে অংশ নিচ্ছেন। এরদোগান-পুতিন-হাসান রুহানি

এক সঙ্গে হাত মেলালেন এরদোগান-পুতিন-হাসান রুহানি। কৃষ্ণ সাগর উপকূলীয় নগরী সোচিতে এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সমর্থক পুতিন ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আন্তঃসিরীয় আলোচনার জন্য পরবর্তী বৈঠকে বসার ব্যাপারে সম্মত হন। গত বুধবার ল্যাভরভ বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এই পরিস্থিতির সমাধানের উপায় খুঁজতে প্রস্তুত আছি। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

২০১৭ সাল থেকে সিরিয়া ইস্যুতে তিন দেশের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে। তারা চতুর্থবারের মতো আলোচনায় বসলেন।

এদিকে গত শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) কুর্দি ও আরব যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চলীয় দির এজোর প্রদেশে আইএসের ‘সর্বশেষ’ ঘাঁটি দখলের জন্য অভিযান শুরু করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে