শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৯:৫৫

প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান, সর্বোচ্চ শাস্তির প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি সদস্যদের উপরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। একইসঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 

হামলার পর বৃহস্পতিবার তার নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন রুহানি। বুধবার রাতের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ আইআরজিসি সদস্য। এর দায় স্বীকার করেছে ওহাবিপন্থী উগ্র সংগঠন জেইশে জুলম। এ খবর দিয়েছে আল-জাজিরা।

বিবৃতিতে রুহানি বলেন, যারা এই হামলার সঙ্গে যুক্ত ও যারা এর নির্দেশ দিয়েছে তাদের সবাইকে উপযুক্ত শাস্তি দেয়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 

যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র রাষ্ট্রদের প্রতি ইঙ্গিত তুলে রুহানি বলেন, সন্ত্রাসের পেছনে পৃষ্ঠপোষকতার ইতিহাসে এই হামলা আরেকটি লজ্জ্বা হিসেবে থেকে যাবে। রাশিয়ার সোচিতে এক বৈঠকের জন্য যাওয়ার পূর্বে রুহানি বার্তা সংস্থা ইরনার সাংবাদিকদের বলেন, শহিদদের রক্তের মূল্য জড়িতদের দিতেই হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে