শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৪৩:০৭

পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করে সরাসরি পাকিস্তানকে কাঠগড়ায় তুললো মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সেনার কনভয়ে এই ভয়াবহ হামলায় প্রাণ যায় ৪৪ সেনার।

বৃহস্পতিবার মার্কিন প্রেস সেক্রেটারির তরফে জারি এক বিবৃতিতে পাকিস্তানের নাম করে তাদের চরম ভর্ত্সনা করা হয়েছে। একই সঙ্গে সমবেদনা জানানো হয়েছে নিহত সেনাদের পরিজনদের।

বিবৃতিতে লেখা হয়েছে, পাকিস্তানপন্তি জঙ্গিগোষ্ঠী ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর যে জঘন্য হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিহতদের পরিবার, ভারত সরকার ও ভারতবাসীদের সমবেদনা জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। 

পাকিস্তানকে অবিলম্বে তাদের মাটিতে সক্রিয় সমস্ত জঙ্গিকে মদত দেওয়া বন্ধ করতে হবে। এদের লক্ষ্য এই এলাকায় অরাজকতা, হিংসা ও সন্ত্রাস ছড়ানো। এই হামলার পর আরও একজোট হয়ে সন্ত্রাসবাদবিরোধী লড়াই চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত।  

উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মীরে ইতিহাসের ভয়াবহতম জঙ্গিহানার ঘটনা ঘটে। শ্রীনগর থেকে ২০ কিলোমিটার দূরে পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে ঢুকে পড়ে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় সিআরপিএফ-এর একটি বাস। ঘটনায় ভারত জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার নিন্দা করে ভারতের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের একাধিক শক্তিধর রাষ্ট্র।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে