আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে পুলওয়ামায় জঙ্গি হানার নিন্দায় গোটা বিশ্ব। এশিয়ার দেশগুলি তো বটেই, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার প্রায় সব দেশ। তবে চীন নিন্দা জানালেও কার্যত পাকিস্তানের পক্ষই নিলো দেশটি।
এই হামলার নিন্দা করলেও পাকিস্তানের মতো মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসী ঘোষণা না করার ব্যাপারে তাদের আগের অবস্থানেই কার্যত অনড় চীন। পুলওয়ামা জঙ্গি হানায় পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের হাত রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর।
যদিও ইসলামাবাদের পক্ষ থেকে সেই অভিযোগ উড়িয়ে পুলওয়ামা হামলার নিন্দা করা হয়েছে। পুলওয়ামা হামলার পিছনে যে জইশ-ই-মোহাম্মদ জঙ্গিরা রয়েছে, তা প্রায় নিশ্চিত। পাকিস্তানের মদতে পুষ্ট এই জঙ্গিগোষ্ঠীর মাথা এবং প্রতিষ্ঠাতা মাসুদ আজহার।
হামলার মাস্টার মাইন্ড এই মাসুদ আজহার বলেই মনে করছেন ভারতীয় তদন্তকারীরা। জাতিসংঘের প্রায় সব দেশ এক যোগে এই মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। কিন্তু জাতিসংঘে খোলাখুলিই ভেটো দিয়েছে একমাত্র চিন। পুলওয়ামা হামলার পরও বেজিংয়ের সেই অবস্থানের কোনও পরিবর্তন হল না।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এবং পাকিস্তানকে ভারতবিরোধী কাজকর্ম এবং সন্ত্রাসে চিনা মদতের অভিযোগ নতুন কিছু নয়। বৃহস্পতিবার পুলওয়ামা হামলার পর সেই অভিযোগই ফের সামনে চলে এসেছে। কাঠগড়ায় উঠেছে পাকিস্তান এবং তাদের মদতদাতা চীনা ড্রাগনরা। কিন্তু হামলায় পাক যোগ অস্বীকার করে বার্তা দিয়েছে ইসলামাদ।
পাক সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘পুলওয়ামায় জঙ্গি হানা গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের যে কোনও প্রান্তেই এই ধরনের জঙ্গি কার্যকলাপের নিন্দা করে পাকিস্তান। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে যে ভাবে পাকিস্তানের হাত থাকার কথা বলা হচ্ছে, তা দৃঢ় ভাবে আমরা অস্বীকার করছি।’