শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:৪০:০৭

আজ পাকিস্তানে আসার কথা থাকলেও আসলেন না সৌদি যুবরাজ!

আজ পাকিস্তানে আসার কথা থাকলেও আসলেন না সৌদি যুবরাজ!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর এক/দুইদিন পেছানো হয়েছে। আজ তার পাকিস্তানে পৌঁছার কথা থাকলেও অজ্ঞাত কারণে একদিন পিছিয়ে ১৭-১৮ তারিখে এ সফর হবে। এখবর জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আজ থেকে সৌদি যুবরাজের সফর শুরুর কথা থাকলেও তার সফরের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি ১৭ বা ১৮ তারিখে পাকিস্তানে পৌঁছবেন।

তবে সফর পেছানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচিগুলোতে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু ১৭ ফেব্রুয়ারি যৌথ সংবাদ সম্মেলনটির তারিখ পরে নির্ধারিত হবে।

এ দিকে যুবরাজের পাকিস্তান সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এ দুই শহরের আকাশসীমা ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি যুবরাজের দুদিন সফরে যানজটমুক্ত রাখতে বন্ধ থাকবে ইসলামাবাদের সড়কও। আর যুবরাজ সালমানের সঙ্গে থাকবে সৌদি আরবের ১২৩ জন নিরাপত্তাকর্মী। কিন্তু হঠাৎ কেন তার সফরসূচী পেছালো, তার কোন উত্তর দেয়নি পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে