শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৩৯:১২

ভারতে জওয়ানদের নিতে অস্বীকার করেছিল এয়ার ইন্ডিয়া, তাই সড়কপথেই রওনা দেয় ৭৮টি গাড়ির কনভয়

ভারতে জওয়ানদের নিতে অস্বীকার করেছিল এয়ার ইন্ডিয়া, তাই সড়কপথেই রওনা দেয় ৭৮টি গাড়ির কনভয়

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মীর থেকে আড়াই হাজার সেনার যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। কিন্তু এয়ার ইন্ডিয়া সেনাদের নিতে রাজি হয়নি। এয়ার ইন্ডিয়া সংস্থাকে বিমানে জওয়ানদের নিয়ে যেতে বলা হয়। এতজন জওয়ানকে বিমানে নিয়ে যেতে অস্বীকার করে এয়ার ইন্ডিয়া সংস্থা। স্বাভাবিকভাবেই বিশাল এই সিআরপি কনভয়কে জাতীয় সড়ক ধরেই এগোতে হয়।

জম্মু থেকে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে শ্রীনগরের দিকে এগোচ্ছিল কনভয়। ৭৮টি গাড়ির কনভয়ে ছিলেন ২৫৪৭ জওয়ান। যে কনভয়ের সামনে ছিল সিআরপির পাইলট ট্রাক। কেন এতবড় হামলা? এখানেই আসছে চাঞ্চল্যকর তথ্য। কাকাপুরা-লেলেহার লিঙ্ক রোড দিয়ে জাতীয় সড়কে ওঠে জঙ্গি গাড়িটি। কনভয়ের পাইলটকার গাড়িটিকে থামিয়ে দেয়। কনভয়ের ১-২টি গাড়ি ক্রস করার পর জঙ্গি গাড়িটি এসে ধাক্কা মারে কনভয়ের বাসে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণও ঘটানো হয়। যার জেরে বাসটি ছিটকে উঠে রাস্তার মাঝে ডিভাইডারে গিয়ে পড়ে। নিউজ এইট্টিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে