শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৫৯:৪১

৭৫ বছর আগের বোমায় স্তব্ধ হবে প্যারিস

৭৫ বছর আগের বোমায় স্তব্ধ হবে প্যারিস

আন্তর্জাতিক ডেস্ক : বোমার বয়স ৭৫। এতদিন পর সেই বোমাই অচল করে দেবে প্যারিসকে। ঘরবাড়ি ছেড়ে চলে যাবেন বাসিন্দারা। চলবে না গাড়িঘোড়া, ট্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই বোমাটি ১৯৪৪ সালের। 

এতদিন পর সেটি ফাটিয়ে নষ্ট করবে পুলিশ। তাই উত্তর প্যারিসের গোটা পোর্তে দে লা চ্যাপেল জেলাটাই খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার হবে এই বিস্ফোরণ। শহরের একটি নির্মাণ এলাকা থেকে ৪ ফেব্রুয়ারি পাওয়া যায় বোমাটি। বোমা বিশেষজ্ঞরা বোমাটি নিষ্ক্রিয় করতে পারেননি।

রোববার বিশেষজ্ঞদের একটি দল সাত মিটার গভীর একটি কুয়োয় বোমাটি ফাটাবেন। সব যদি ঠিকঠাক হয়ে যায়, তবে বাসিন্দারা তাদের ঘরে ফিরতে পারবেন বিকাল নাগাদ। ঘরছাড়াদের জন্য শহরের কমিউনিটি হল এবং জিমগুলিতে থাকার ব্যবস্থা করা হয়েছে।

তার মানে পোর্তে দে লা চ্যাপেলের ১৬০০ বাসিন্দা, দোকানদার ও কর্মচারী এবং প্যারিসের উত্তরপূর্বর শহর সঁ জেনিসের ৩০০ লোক গোটা দিন থাকবেন তাদের ঘরের বাইরে। সকাল সাড়ে আটটায় বেরিয়ে যেতে হবে তাদের। 

সেদিন ব্যাহত হবে ট্রেন চলাচলও। তাই সবাইকে রবিবার ট্রেনে না চড়তে বলা হয়েছে। বন্ধ করা হচ্ছে অনেক মেট্রো পরিষেবাও। ওই এলাকার সড়ক যোগাযোগও সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে।

১৯৪৪ সালে প্যারিসের ওপর ফেলা হয়েছিল দু’হাজার বোমা। কিন্তু প্যারিসের কোথাও তা পাওয়া, ভীষণ বিরল ঘটনা। শেষ বোমা মিলেছিল ২০০৩ সালে সেইন নদীর তলা থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে