আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কাছে চা রফতানি বন্ধের উদ্যোগ নিয়েছে ভারতের চা রফতানি সংগঠন। সে দেশের কেন্দ্রীয় সরকারের কাছে লেখা চিঠিতে রফতানি বন্ধের প্রস্তাব পাঠিয়েছে তারা। সংগঠনের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশের স্বার্থ বিবেচনা করে বাণিজ্যিক ক্ষতি মেনে নিতে তাদের কোনও আপত্তি নাই। হিন্দুস্থান টাইমস-এর এক খবর থেকে এসব কথা জানা গেছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স’র গাড়ি বহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারায় বাহিনীর অন্তত ৪৪ সদস্য। হামলার পর পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে দেওয়া বিবৃতিতে জানায়, তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমেদ দার ওই হামলা চালিয়েছে।
ভারতের চা রফতানি কমিটি জানিয়েছে, হামলার পর তাদের ক্ষতি মেনে নিয়ে পাকিস্তানে চা রফতানি বন্ধ করার ব্যাপারে কোনও আপত্তি নেই। তারা বলছে, তাদের কাছে দেশের স্বার্থ আগে এবং পাকিস্তানের প্রতিক্রিয়াশীল পদক্ষেপ মোকাবিলায় তারা প্রস্তুত। কমিটির চেয়ারম্যান অংশুমান কানোরিয়া বলেন, 'অবশ্যই আমরা প্রস্তুত আছি। কেন্দ্র সরকার বললেই আমরা পাকিস্তানে চা রপ্তানি করা বন্ধ করে দেব। আগে দেশ আর দেশের নিরাপত্তারক্ষীদের সুরক্ষা, তারপর বাণিজ্য।'
ভারতের দাবি, পাকিস্তান প্রত্যক্ষভাবে এই হামলায় ইন্ধন দিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। এরইমধ্যে আমদানি-রফতানি ক্ষেত্রে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশন আখ্যা তুলে নিয়েছে ভারত। ইসলামাবাদকে ‘একেবারে একঘরে’ করতে কূটনৈতিক পদক্ষেপ নিতেও শুরু করেছে ভারত। তবে পাকিস্তানের দাবি, ভারত তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছে।
পাকিস্তানে চা রফতানি বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়ে তাদের প্রস্তাব জানিয়েছে সংগঠনটি। অংশুমান কানোরিয়া বলেন, 'ভয়াবহ এই হামলার পর আমরা পাকিস্তানের সঙ্গে আর কোনও বাণিজ্যিক লেনদেনের কথা ভাবতেও পারি না। বিশেষ করে যখন এ ধরনের কোনো ঘটনা ঘটে তখন দেশের নির্দেশের জন্যই আমরা অপেক্ষা করে থাকি। তাতে যদি আমাদের সংগঠনকে ক্ষতির মুখে পড়তে হয় কোনও ব্যাপার নয়।'