রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:১৪:৫৭

শহীদ সেনা পরিবারের সাহায্য এগিয়ে এসে যে ঘোষণা দিলেন মুকেশ আম্বানী

শহীদ সেনা পরিবারের সাহায্য এগিয়ে এসে যে ঘোষণা দিলেন মুকেশ আম্বানী

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ সেনা জওয়ানদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানীর কোম্পানি রিলায়েন্স ফাউন্ডেশন।

শনিবার একটি টুইটের মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তারা শহীদ সেনাদের ছেলেমেয়েদের পড়াশোনা ও চাকরির দায়িত্ব নেবে। পাশাপাশি পরিবারগুলোর জীবনযাপনের খরচের দায়িত্ব তারা নিচ্ছে বলে জানায়।

এছাড়াও রিলায়েন্স জানিয়ে দেয়, ‘‘প্রয়োজনে আমাদের হাসপাতাল থেকে আহত জওয়ানদের চিকিৎসা করানো হবে।’’ সরকার জওয়ানদের যেকোনও দায়িত্ব তাদের উপর দিতে পারে বলেও জানিয়ে দেয় মুকেশ অম্বানীর কোম্বানি।

টুইটে পোস্ট করা বিজ্ঞপ্তির মাধ্যমে কাশ্মীরে হওয়া নাশকতার তীব্র নিন্দা করেছে রিলায়েন্স। সঙ্গে, নাশকতার বিরুদ্ধে এক হয়ে লড়ার বার্তা দিয়েছে অম্বানীর কোম্পানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে