রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:০৫:৩১

নিহত সেনাদের শবযাত্রায় বিজেপি সাংসদের হাসি!

 নিহত সেনাদের শবযাত্রায় বিজেপি সাংসদের হাসি!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হানায় নিহত জওয়ানদের কফিনবন্দি দেহ ফিরছে ঘরে ঘরে। শনিবার এমনই এক জওয়ানের কফিনবন্দি দেহ গেছে উন্নাওয়ের। অজিত কুমার নামে ওই শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে রাস্তায় উপচে পড়েছে ভিড়। কারোর মুখে জয়ধ্বনি। কারোর চোখে জল। এই শবযাত্রার মাঝেই কারও হাসিমুখ দেখা যাবে; সেটা হয়তো কল্পনাতেও আসেনি কারও!

শোকস্তব্ধ পরিবেশে একজনকে দেখা গেল, মুখে চওড়া হাসি নিয়ে জনতার উদ্দেশ্যে নাড়ছেন! তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ। বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে তার হাসির ছবি। তারপরেই উত্তাল হয়ে উঠেছে ভারতের সোশ্যাল মিডিয়া। শুরু হয়েছে প্রবল সমালোচনা। সকলে একবাক্যে বিজেপি সাংসদের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণের নিন্দা করেছেন। টুইটারে একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে পুলওয়ামার হামলা সেলিব্রেট করতে এসেছেন। কেউ লেখেন, জওয়ানের মৃত্যু নিয়ে রাজনীতি করতে এসেছেন।

বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এখনও ক্ষোভে ফুঁসছে ভারত। দেশটির ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার পর শুক্রবার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনাবাহিনী। একটি অনুষ্ঠানে এসে এই খবর নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। কোন কৌশলে জবাব দেওয়া হবে তা ঠিক করবে সেনাবাহিনী। জঙ্গি ও তাদের মদতদাতাদের বলতে চাই তারা বড় ভুল করেছে। এর চরম মূল্য দিতেহবে। এই হামলার জন্য যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে আছে সরকার। তারা বিচার পাবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে