সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০৫:১০

আসামকে কাশ্মীর বানাতে দেব না : হুংকার অমিত শাহর

আসামকে কাশ্মীর বানাতে দেব না : হুংকার অমিত শাহর

আন্তর্জাতিক ডেস্ক : শহিদ জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বিজেপি সভাপতি অমিত শাহও রবিবার এ কথা জানালেন আসামের এক জনসভায়। কারণও স্পষ্ট করলেন তিনি। 

অমিত শাহ বলেন, ক্ষমতায় কংগ্রেস নেই। রয়েছে বিজেপি। নিরাপত্তার বিষয়ে কঠোর হাতে পদক্ষেপ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। 

গত বৃহস্পতিবার, পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪০ জওয়ানের। এ দিন শহিদ অসমের জওয়ান মানেশ্বর বাসুমাতারি-সহ অন্যান্য জওয়ানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন অমিত শাহ।

এ দিন নাগরিকপঞ্জি নিয়ে মুখর হন অমিত শাহ। তিনি বলেন, ‘আসামকে আরও একটি কাশ্মীর করতে দেব না আমরা।’ 

কংগ্রেস এবং এনডিএ-র একদা সঙ্গী অসম গণ পরিষদকে এক হাত নিয়ে অমিত শাহ মন্তব্য করেন, অসম চুক্তি রূপায়ণে কোনও পদক্ষেপ করেনি তারা। উল্টে অসম-সহ গোটা উত্তর-পূর্বে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে। 

তিনি বলেন, এই বিল শুধুমাত্র উত্তর পূর্বের রাজ্যগুলিতে নয় সব শরণার্থী জন্য গোটা দেশে লাগু করা হবে বলে জানান তিনি। নাগরিকত্ব বিল না আনলে আসামবাসী সঙ্কটে পড়ার আশঙ্কাও করেন অমিত শাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে