সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:০৫:৫৮

ইমরান খানের প্রতি ভারতের অন্যরকম প্রতিবাদ

ইমরান খানের প্রতি ভারতের অন্যরকম প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: গত বৃহস্পতিবার বিকালে কাশ্মীরের পুলওয়ামার আওয়ান্তিপরা শহরের জাতীয় সড়কে সিআরপিএফের সদস্যদের গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলায় ৪৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪১ সেনা।

এমন আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শোকাহত ভারতীয়রা। এ শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্রাঙ্গন ও ক্রীড়াজগতের তারকাদের মাঝেও।

এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতি অন্যরকম প্রতিবাদ দেখাল ভারতের মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া (সিসিআই)।

তারা তাদের রেস্তোরাঁয় রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খানের পোট্রেট ঢেকে দিয়ে এ হামলার প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার সিসিআই প্রেসিডেন্ট প্রেমল উদানি বলেন, আমাদের রেস্তোরাঁয় বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের ছবি টাঙানো আছে। আমরা তা দেখাতে চাই। কিন্তু এখন যা ঘটছে তা হতাশাজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে