সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:০৮:৫৪

কাশ্মীরে এখনও বন্দুকযুদ্ধ চলছে, নিহত ৭

কাশ্মীরে এখনও বন্দুকযুদ্ধ চলছে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামাতে গাড়ি বহরে আত্মঘাতী হামলার রেশ না কাটতেই সোমবার (১৮ ফেব্রুয়ারি) আবারো বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে মেজরসহ ভারতের চার সেনা নিহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার পিংলান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা।

এদিকে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন দুই বিচ্ছিন্নতাবাদী। তাদের আশ্রয়দাতাও সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে। সবমিলে ৭ জন নিহতের খবর নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে উদ্ধৃত করে দুপুর একটার দিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে এখনও এক জঙ্গির বন্দুকযুদ্ধ চলছে। আরো দুই থেকে তিন জন অস্ত্রধারী এলাকায় লুকিয়ে আছে বলে ধারনা করছে সোনাবাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে