সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ০৫:২১:৪৭

সৌদি আরবে আমিই পাকিস্তানের রাষ্ট্রদূত: যুবরাজ সালমান

সৌদি আরবে আমিই পাকিস্তানের রাষ্ট্রদূত: যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দেশটিতে সফররত সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান বলেছেন, সৌদি আরবে আমাকেই পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে বিবেচনা করবেন। খবর এনডিটিভির।

সৌদি আরবে কর্মরত পাকিস্তানের শ্রমিকদের প্রতি সহায়তার হাত বাড়ানোর অনুরোধ করলে পাকপ্রধানমন্ত্রীকে তিনি এ কথা বলেন।

ইমরান খান বলেন, সৌদি আরবে প্রায় ২৫ লাখ পাকিস্তানি শ্রমিক রয়েছেন। তারা বর্তমানে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। এসব শ্রমিকরা নিজেদের পরিবার সন্তানাদি ফেলে সৌদি আরবে কাজের খোঁজে যান। বছর কিংবা মাসের পর মাস তারা পরিবার থেকে দূরে থাকেন।

জবাবে এমবিএস নামে পরিচিত যুবরাজ বলেন, আমি পাকিস্তানকে না বলতে পারি না। যতটা সম্ভব তাদের জন্য কাজ করব।

এসব শ্রমিককে যেন তিনি নিজেদেরই মনে করেন বলে যুবরাজকে অনুরোধ করেন ইমরান। তিনি বলেন, সৌদি আরবের নাগরিকরা পাকিস্তানের ভাই। কষ্টের সময় যেন তাদের প্রতি একটু সুনজরে দেখা হয়, এটাই আমার অনুরোধ।

রোববার দুই দিনের সফরে পাকিস্তানে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, আসছে দিনগুলোতে পাকিস্তানের অর্থনীতি নিয়ে আমি আশাবাদী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে