সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:২৮:২৯

গুগলে 'সেরা টয়লেট পেপার' সার্চ দিলে আসছে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি

গুগলে 'সেরা টয়লেট পেপার' সার্চ দিলে আসছে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি

আন্তর্জাতিক ডেস্ক : কেন এমনটি হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি গুগল। সার্চ ইঞ্জিন গুগলে 'বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড' (বিশ্বের সেরা টয়লেট পেপার) লিখে সার্চ দিলে আসছে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি। ধারণা করা হচ্ছে গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ৪০ সেনা সদস্য নিহতের প্রতিবাদে ভারতীয়দের জবাবের কারণেই এমনটি হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, সার্চের ফলের স্ক্রিনশটগুলো ব্যাঙ্গ হিসেবে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শেয়ার করা হচ্ছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদের শিরোনামও হয়েছে। তবে কেন এমনটি হচ্ছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি গুগল। 

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) সদস্য  নিহত হন। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, সেদিন বিকেলে পুলয়ামায় শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর সিআরপিএফের সদস্যদের বহনকারী দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে হামলার দায় স্বীকার করে জঈশ-ই-মহম্মদ। 

জঙ্গি সংগঠনটির আদিল মোহাম্মদ নামের সন্দেহভাজন এক হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি চালিয়ে সিআরপিএফের একটি বাসে ধাক্কা দেয়। বিস্ফোরণের পর গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ওই বাসটিতে বাহিনীর ৫৪ জন সদস্য ছিলেন। এতে ৪০ সেনা সদস্য নিহত হন। আহত ব্যক্তিদের শ্রীনগরে সেনাবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে