সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১১:১৬:৩৫

পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব: সৌদি যুবরাজ

 পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব: সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, পাকিস্তানকে বিশ্বাস করে সৌদি আরব। পাকিস্তানের পাশে থাকবে সৌদি আরব, সোমবার পাকিস্তান ত্যাগের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজের পাশে দাঁড়িয়ে ছিলেন।

গত রোববার এক রাজকীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌছান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সোমবার বিকেলে তিনি পাকিস্তান ত্যাগ করেন এবং সেখান থেকে তিনি এশিয়ার আরো বেশ কয়েকটি দেশ সফর করবেন।

পাকিস্তান ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কের দিকে ইঙ্গিত করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন,‘এটা তো কেবল শুরু। পাকিস্তান একটি শক্ত অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে এবং এই কাজে অংশীদার হয়ে পাশে থাকবে চায় সৌদি আরব।’

এরপরই বক্তব্য দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন,‘সৌদি যুবরাজের এই রাজকীয় সফর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় করেছে। আমাদের দুই দেশের সম্পর্ক সংকীর্ণতার বেড়াজাল থেকে বেরিয়ে অন্য উচ্চতায় প্রতিষ্ঠিত হয়েছে।’

ইসলামাবাদের পাশে থাকায় পাকিস্তানের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি এরপর পাকিস্তান সফরে আসলে তাকে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকার দাওয়াত দেন ইমরান খান। সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে পাক প্রধানমন্ত্রী বলেন,‘পাকিস্তানকে আপনি আপনার দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করবেন।’

সৌদি আরবে আটক থাকা ২ হাজার ১০৭ জন পাকিস্তানী নাগরিককে মুক্তির আদেশ দেয়ায় যুবরাজকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে রাজকীয় অতিথি মোহাম্মদ বিন সালমানের সম্মানে পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবনে দুপুরের খাবারের আয়োজন করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সেখানে এক অনুষ্ঠানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক নিশান-ই-পাকিস্তান তুলে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

উল্লেখ্য, পাকিস্তান সফর শেষ করে চীনে যাবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এর আগে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর একটি পাকিস্তানী জেএফ-১৭ ও এফ-১৬ যুদ্ধবিমানের সমন্বয়ে তাকে পাহারা দিয়ে আনা হয়। ইসলামাবাদ পৌছানোর পর দেশটির এই রাজকীয় অতিথিকে ২১ বার গান-স্যালুট দেয় পাকিস্তান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে