মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৩১:১৬

‘সেনারা শহিদ হচ্ছে, আর ভারতে মুসলিমরা লিখছে ভালো হয়েছে’

‘সেনারা শহিদ হচ্ছে, আর ভারতে মুসলিমরা লিখছে ভালো হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের পুলওয়ামাকাণ্ডে তোলপাড় ভারত। জঙ্গি হামলার কড়া জবাব দিতে বদ্ধপরিকর ভারত, যার প্রথম পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে দেশ। নিহত হয়েছে এই হামলার মাস্টারমাইন্ড। 

এই পুলওয়ামাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনেকেই। বিরুপ মন্তব্য করে বিপাকেও পড়েছে কেউ কেউ। আর এই প্রসঙ্গেই মন্তব্য করে বিতর্কে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং।

বিতর্কিত এবং উস্কানিমূলক মন্তব্যের জন্য পরিচিত এই দক্ষিণ ভারতের বিজেপি বিধায়ক। এক জনসভায় তিনি বলেন, ' ভারতীয় সেনারা যেখানে শহিদ হচ্ছেন সেখানেই সোশ্যাল মিডিয়ায় সব মুসলিমরা 'ভালো হয়েছে' লিখছে।'

রাজা সিং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেন, তিনি আমাদের ১০ মিনিটের জন্য ভারতীয় সেনাকে স্বাধীনতা দিলে আমরা সব জঙ্গিদের হত্যা করে দেব। বহিরাগত এবং দেশের মধ্যে সকল জঙ্গিদের হত্যা করা হবে।

যুদ্ধের হুশিয়ারি দিয়ে রাজা সিং জানান, নবপ্রজন্ম যেন জিজ্ঞেস করতে পারে পাকিস্তান বলে কোনও দেশের অস্তিত্ব ছিল কি না। তবে এই প্রথম যে তিনি বিতর্কিত মন্তব্য করলেন তা নয়। এর আগেও তার বক্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েছে তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে