আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বাঁধিয়ে দিলে দায় আমরা কেন নেব। নয়া দিল্লিতে সর্বদলীয় বৈঠকে এমনটা বলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এমন কথার জবাবে সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ধুয়ে দিলেন তৃণমূল কংগ্রেস ও মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে।
দিলীপ ঘোষ বলেন, রাজ্যে শহিদের পরিবারকে ২ লক্ষ টাকা, বাংলায় মদ খেয়ে মরলেও ২ লক্ষ টাকা। গতবারই শহিদের পরিবার সেই টাকা নিতে চাননি। বাংলার দুজন শহিদ হয়েছেন।
রাজ্য বিজেপির সভাপতি বলেন, অন্যান্য রাজ্য ১০-১৫-৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এখানে সে সব ঘোষণা নেই। ধর্ষণ, মদে ক্ষতিপূরণ দেওয়া হয়। এখানে সেনারা গাড়িতে তল্লাশি চালালে তোলাবাজ বলা হয়।
আরোও আক্রমণাত্বক হয়ে দিলীপ ঘোষ বলেন, ধুলাগড়, কালিয়াচক, বসিরহাট, বাদুড়িয়ার দাঙ্গার দায় কার? কোথায় ছিল প্রশাসন? কে দায়ী ছিল? কতজনকে সাজা দিয়েছেন? রাজ্যে বোমার কারখানা পাওয়া যাচ্ছে। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর জমি দিচ্ছেন না। পশ্চিমবঙ্গকে বিপন্ন করে তুলেছেন।
তিনি বলেন, জাতি যখন সঙ্কটে তখন এক হয়ে লড়াই করতে হবে। দেশপ্রেমের জোয়ারে ভাসছেন সকলে, দেশের আবেগের। আরএসএসের লোকেরা জাতীয়তাবাদী। তারা জাতীয় পতাকা নিয়ে বেরোবেন এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক করেছে বেরিয়েছে। আমাদের চাপে ওনারা রাস্তায় নামছেন। এটা দেশভক্তির চাপ।
দিলীপ ঘোষ বলেন, নরেন্দ্র মোদি সরকারের কাছে বদলা নেওয়ার দাবি উঠছে কারণ সবাই জানেন, পারলে মোদীই পারবেন। আগে তো এমন দাবি ওঠেনি। আমগাছেই লোকে ঢিল মারে। বাঁশগাছে মারে না। দেশপ্রেমের জন্য অস্বস্তিতে পড়েছেন মমতা ব্যানার্জী।