মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৩৮:১৩

কাশ্মীরি কন্যাদের নিয়ে ভুল তথ্য শেয়ার, উত্তেজনা ছড়ানোর অভিযোগ

কাশ্মীরি কন্যাদের নিয়ে ভুল তথ্য শেয়ার, উত্তেজনা ছড়ানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরি কন্যাদের দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শেহলা রশিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো দেরাদুন পুলিশ। 

পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে দেরাদুনের হোস্টেলে কাশ্মীরি ছাত্রীদের আটকে রাখা হয়েছে বলে একটি খবর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেন শেহলা রশিদ। আদতে এমন কিছু ঘটেনি।

এ ভাবে ভুল খবর দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করার পাশাপাশি অহেতুক উত্তেজনা ছড়ানোর অভিযোগেই এই এফআইআর। এফআইআর দায়েরের পর এই নেত্রীর ট্যুইট, বিজেপি সরকারের আমলে ন্যায়বিচার চাইতে গেলে এই মূল্য চোকাতে হবে।

জানা যায়, উত্তরাখন্ডের রাজধানী দেরাদুনেও বহু কাশ্মীরি ছাত্রছাত্রী পড়াশুনো করেন, তাদের হোস্টেল বা পেয়িং গেস্ট আস্তানাগুলোকেও ঘিরে শুরু হয়ে যায় জনতার বিক্ষোভ। স্থানীয় যে সব বাড়িওলা কাশ্মীরি ছাত্রদের বাড়িভাড়া দিয়ে থাকেন, তারাও তাদের বাড়ি ছাড়ার নোটিশ দিতে থাকেন।

এরই মধ্যে দিল্লির জেএনইউ-তে বামপন্থী ছাত্র নেত্রী ও কাশ্মীরের মেয়ে শেলা রশিদ টুইট করে জানিয়েছিলেন, দেরাদুনে ডলফিন ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানের জনা-কুড়ি কাশ্মীরি ছাত্রী চরম বিপদে পড়েছেন। তাদেরকে টানা বেশ কয়েক ঘন্টা ধরে তাদের হোস্টেলে আটকে রেখে বাইরে থেকে হুমকি দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েও তাদের উদ্ধার করতে পারছে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে