মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:১৮:৩৯

ভারত-পাকিস্তান উত্তেজনা, অবশেষ যে উদ্যোগ নিল সৌদি আরব

ভারত-পাকিস্তান উত্তেজনা, অবশেষ যে উদ্যোগ নিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব জানিয়েছে, তারা ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা কমিয়ে আনতে চায়। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ সম্প্রতি এশিয়া সফরে বের হয়েছেন। এরই মধ্যে তিনি পাকিস্তান সফর করেছেন।

এক পর্যায়ে পাকিস্তানকে একঘরে করে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। কিন্তু চীনের হস্তক্ষেপে ভারতের এ প্রচেষ্টা বানচাল হয়ে যায়। এরপর ভারত বাণিজ্যক্ষেত্রে পাকিস্তানের বিশেষ সুবিধা বাতিল করে উল্টো পাকিস্তানী পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ করে।

পাকিস্তান দিল্লির এ অভিযোগ অস্বীকার করে উল্টো নিজেদের দিকে নজর দিতে বলে। এছাড়া উভয় দেশ নিজেদের হাইকমিশনারদের নিজ দেশে ডেকে নেয়। সব মিলিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়েই মুসলিম অধ্যুষিত কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু উভয় পক্ষই এ অঞ্চলের একটি করে অংশ নিয়ন্ত্রণ করছে। পাকিস্তানের অংশ পরিচিত আজাদ কাশ্মির নামে, আর ভারত নিয়ন্ত্রিত অংশ পরিচিত জম্মু-কাশ্মির নামে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের গত সোমবার বলেন, রিয়াদ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চালাবে। পাশাপাশি তাদের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়ে শান্তিপূর্ণ নিষ্পত্তির পথ খুঁজবে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের গত সোমবার বলেন, রিয়াদ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা চালাবে। পাশাপাশি তাদের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়ে শান্তিপূর্ণ নিষ্পত্তির পথ খুঁজবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে