মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৫৪:০৮

কাশ্মীরি মায়েদের কাছে যে অনুরোধ ভারতীয় সেনার

কাশ্মীরি মায়েদের কাছে যে অনুরোধ ভারতীয় সেনার

আন্তর্জাতিক ডেস্ক : হিংসাকে কোনওভাবেই প্রশয় নয়  রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হল ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার সকালে শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে সেনা বাহিনীর গলায় উঠে এল কড়া ভাষা৷ 

পুলওয়ামা হামলার তীব্র নিন্দা করে এদিন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হল, ‘নো মার্সি’! শুধু তাই নয়, সেনাদের তরফ থকে কাশ্মীরি মায়েদের কাছে অনুরোধ করা হল সন্তানদের মূলস্রোতে ফেরানোর জন্য এগিয়ে আসুন৷

সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল ধিলোঁ জানালেন, ‘উপত্যকায় হামলা বরদাস্ত নয়৷ জঙ্গিরা আত্মসমর্পণ করুক৷ অনেক কাশ্মীরি হাতে বন্দুক তুলেছেন৷ অবিলম্বে তারা আত্মসমর্পণ করুন৷ হাতে বন্দুক তুললে মরতে হবে৷’

এদিন সাংবাদিক বৈঠকে আরও জানালেন, ‘হামলার পিছনে রয়েছে পাকিস্তানের মদত৷ জইশ জঙ্গিদের পাকিস্তান থেকে মদত৷ জইশ জঙ্গিদের নিশ্চিহ্ন করা হয়েছে৷’

ভারতীয় সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘৩ শীর্ষ জঙ্গিকে নিকেষ করা হয়েছে৷ ১০০ ঘণ্টার মধ্যে জইশ নেতাদের মারা হয়েছে৷ আক্রমণকারীদের নিশ্চিহ্ন করা হবে৷’

শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হল, ‘পুলওয়ামার ঘটনা থেকে শিক্ষা৷ কনভয়ের রাস্তায় যানবাহনের অনুমতি নয়৷ কনভয় যাওয়ার আগে নাকাবন্দি চলবে৷ সব অসামরিক যান চলাচল বন্ধ রাখা হবে৷ স্থানীয় সরকারের সঙ্গে কথা বলবে সেনা৷ ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে