মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৪:১১:৩৩

মাঝ আকাশে সংঘর্ষ, ভেঙে পড়লো ভারতীয় দুই যুদ্ধ বিমান

মাঝ আকাশে সংঘর্ষ, ভেঙে পড়লো ভারতীয় দুই যুদ্ধ বিমান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বেঙ্গালুরুতে মাঝ আকাশে দুই জেট বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো শুরুর আগের দিন বিমানবাহিনীর সূর্য কিরণ অ্যারোবেটিক্স টিমের দুই বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর উত্তরের ইয়ালেহাঙ্কায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে দুটি বিমানের পাইলট সুস্থ আছেন। এখবর জানিয়েছে এনডিটিভি।

বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনী ‘এ্যারো ইন্ডিয়া’র রিহার্সাল চলছিল। সেখানেই উড়ছিল সূর্য কিরণ অ্যরোব্যাটিক্স টিমের দুই বিমান। মাঝ আকাশে মুখোমুখি চলে আসে বিমান দুটি। সংঘর্ষে এয়ারবেসে ভেঙে পড়ে সেই দুই বিমান।

মহড়া চলাকালীন ঘটা এই দুর্ঘটনায় যদিও দুই যুদ্ধবিমানের চালকই বেঁচে গিয়েছেন। নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গে প্যারাসুটে করে ছিটকে বেরিয়ে আসেন তারা। যদিও ভেঙে পড়া বিমানের বিস্ফোরণে একজন স্থানীয় মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

বেঙ্গালুরু পুলিস সূত্রের খবর, বিমান দুটি কাছাকাছি ইসরোর জমিতে পাওয়া গিয়েছে। এখনও অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটির পরপরই সংবাদসংস্থা এএনআই টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করে। সেখানে দুটি বিমানকে মাঝ আকাশ থেকে ভেঙে পড়তে ও বিস্ফোরণের সঙ্গে জ্বলে উঠতে দেখা যায়।

আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর ইয়েলাহেনকা এয়ারবেসে বিমানসেনার প্রদর্শনী হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছিল আজ সকালে। তখনই ঘটে এই দুর্ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে