মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৫:০০:৩১

অন্তিম চুম্বন স্ত্রীর, শেষ বার বললেন ‘আই লভ ইউ’

অন্তিম চুম্বন স্ত্রীর, শেষ বার বললেন ‘আই লভ ইউ’

আন্তর্জাতিক ডেস্ক : ৪৯ সিআরপিএফ সেনার মৃত্যুর শোকে চোখের জল শুকোতে না শুকোতেই ফের আরও পাঁচ নিরাপত্তা কর্মীর মৃত্যু। সোমবার পুলওয়ামার পিংলিশ গ্রামে জঙ্গিদের সাথে এনকাউন্টারে নিহত হয়েছেন সেনার এক মেজর-সহ চার জওয়ান এবং এক পুলিশ কর্মী। 

মঙ্গলবার তাদের শেষ বিদায় জানানোর পালা। সেই অন্তিম যাত্রায় এমন এক মর্মস্পর্শী ছবি উঠে এল, যা দেখে চোখের জল ধরে রাখতে পারেনি ভারতবাসী। নিহত মেজরকে শেষ বারের মতো চুমু দিলেন স্ত্রী নিকিতা কল। শেষ বার বললেন, ‘আই লভ ইউ’।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হয় ৪৯ সিআরপিএফ জওয়ানের। তাদের জন্য চোখের জল ফেলেছে দেশবাসী। সোমবার সেই হামলার সূত্রেই পুলওয়ামার পিংলিশ গ্রামে অভিযান চালায় সেনা। 

পুলওয়ামায় আত্মঘাতী হামলার অন্যতম মাস্টারমাইন্ড কামরান-সহ তিন জঙ্গিকে হত্যা করে সেনা। সেই অভিযানে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ভারতীয় সেনার মেজর বিভূতিশঙ্কর ধৌনদয়াল। 

এছাড়া সেপাই হরি সিং ও অজয় কুমার, হাবিলদার শেও রাম, এবং জম্মু কাশ্মীরের হেড কনস্টেবল আবদুল রশিদ কলসও নিহত হন। নিহত মেজর ধৌনদয়ালের দেহ সোমবার গভীর রাতে দেহরাদূনে পৌঁছায়। সেখান থেকে সড়কপথে নিয়ে যাওয়া হয় হরিদ্বারে তার বাড়িতে।

মঙ্গলবার সেখানেই রাখা ছিল মৃতদেহ। বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় তো রয়েছেই, সেনাবাহিনীর পদস্থ কর্তারাও হাজির। তার মধ্যেই জাতীয় পতাকায় মোড়া কফিনের মাথার কাছে বসে রয়েছেন স্ত্রী নিকিতা। 

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের আগে এটাই হয়তো ছিল নিকিতা-ধৌনদয়ালের অন্তিম সাক্ষাৎ। আর সেখানেই ধরা পড়েছে মর্মস্পর্শী এই ছবি। বছরখানেক আগেই বিয়ে হয়েছিল ধৌনদয়াল-নিকিতার। বছর ঘুরতে না ঘুরতেই স্বামীকে হারিয়ে শোকে কার্যত পাথর নিকিতা। 

চোখে জল নেই। দৃষ্টিতে অবাক শূন্যতা, বিহ্বলতা। সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্বামীর কফিন আলতো করে খুলে ভিতরে স্বামীর মুখটা দেখছেন নিকিতা। এর পর স্বামীর উদ্দেশে চুম্বন। তারপর মুখ নিচু করে অন্তিম শয্যায় শায়িত স্বামীর উদ্দেশ্যে অজান্তেই যেন নিকিতার মুখ থেকে বেরিয়ে এলো, ‘আই লভ ইউ’।

এই দৃশ্য দেখে শেষকৃত্যে হাজির সেনা-পুলিশের কর্তারাও বিচলিত হয়েছেন। কাঁদিয়ে দিয়েছে অনেককেই। আর সোশ্যাল মিডিয়ায় যারা দেখেছেন, কুর্নিশ করেছেন দেশের জন্য প্রাণ দেওয়া ধৌনদয়ালকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে