মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৬:০৩:২২

ভারতকে নিঃশর্ত সমর্থন জানালো ইজরায়েল

ভারতকে নিঃশর্ত সমর্থন জানালো ইজরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক আঙিনায় ক্রমশ কোণঠাসা পাকিস্তান৷ নয়াদিল্লিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান পালটা যুদ্ধের হুমকি দিলেও ফের অস্বস্তি বাড়ল তাদের৷ এবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতকে নিঃশর্ত সমর্থন জানাল মধ্যপ্রাচ্যের দেশ ইজরায়েল৷

মঙ্গলবার ইজরায়েলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদ নির্মূলে তারা বদ্ধপরিকর৷ সন্ত্রাসবাদের বিপক্ষে যারাই লড়াই করবে তাদের সমর্থন করবে ইজরায়েল৷ এই সমর্থন হবে নিঃশর্ত৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি ভারতকে সাহায্য করতে চায় বলেও জানানো হয়েছে৷

নয়াদিল্লির পক্ষ থেকে ইজরায়েলের এই সমর্থনকে স্বাগত জানানো হয়েছে৷ ভারতের তরফে জানানো হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ইজরায়েলের পাশে থাকার প্রস্তাব সাধুবাদ যোগ্য৷ এই লড়াইয়ে যারাই পাশে থাকতে চাইছেন তাদের ধন্যবাদ৷

কাশ্মীরে হামলার পরপরই মধ্যপ্রাচ্যের পরস্পর বিরোধী দুই দেশ ইরাক, ইরান ভারতর পাশে দাঁড়ায়৷ এই দু’টি দেশই জানিয়ে দেয় সন্ত্রাস মোকাবিলায় নয়াদিল্লির পাশে রয়েছে তারা৷ পাকিস্তানের সঙ্গে শীতল সম্পর্ক ইরানের৷ 

বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে আফগান জঙ্গিদের বোমারু আক্রমণের জন্য তারা দায়ী করে পাকিস্তানকেই৷ সৌদি আরবের যুবরাজ সোমবারই ইসলামাবাদে গিয়ে পাকিস্তানকে সাহায্যের কথা ঘোষণা করেন৷ 

মঙ্গলবারই তার আসার কথা ভারতে৷ সৌদি যুবরাজও এই হামলা নিয়ে সরাসরি মুখ না খুললেও সন্ত্রাস মোকাবিলা করা প্রয়োজন বলে জানিয়েছেন৷

তার আগে, আমেরিকা থেকে ব্রিটেন সবাই জানায় জঙ্গি মোকাবিলায় ভারত যা পদক্ষেপ করবে তাতেই সমর্থন রয়েছে তাদের৷ এই পরিস্থিতিতে ক্রমশ স্পষ্ট হচ্ছে দুনিয়াজুড়ে ক্ষোভ বাড়ছে পাকিস্তানের বিরুদ্ধে৷

অবস্থা যে আয়ত্তে নেই বুঝতে পারছে ইমরান খান৷ ফলে কখনও ভারতের যুদ্ধের হুমকির কথা বলে জাতিসংঘের দ্বারস্থ হওয়া, আবার কখনও ইমরান খান পালটা যুদ্ধের কথা বলেও আলোচনার আহ্ববান জানাচ্ছেন৷

এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মদতে পাকিস্তান কীভাবে কাজ করে তার প্রচারে জোড় দিয়েছে নয়াদিল্লি৷ ফলে দায় বাড়ছে ইসলামাবাদের৷ তাদের অস্বস্তিতে বাড়তি মাত্রা যোগ করেছে ইজরায়েল৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে