মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:০৫:১২

পরমাণু অস্ত্রের দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান!

পরমাণু অস্ত্রের দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : কাস্মীরে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অফিসার ও জওয়ানদের মৃত্যুতে বৈরী দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই ভারত সীমান্তে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে ভারত।

এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের রাজস্থান ছাড়ার নির্দেশে দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে পাকিস্তানে কোনো হামলা হলে কড়া জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খান একই সঙ্গে আলোচনারও প্রস্তাব দিয়েছেন। তবে ইমরান খানের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘আলোচনার সময় ফুরিয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশ দুটির মধ্যে সম্প্রতি ব্যাপক উত্তেজনা দেখা দিলেও তাদের মধ্যে বৈরিতা ঐতিহাসিক। ফলে দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী যখন পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে জনমত গড়ে উঠছে তখনও দেশ দুটি উল্টো পরমাণু অস্ত্র বৃদ্ধি করছে।

বিশেষ করে পাকিস্তান তাদের বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হচ্চে পরমাণু অস্ত্র তৈরিতে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি (SIPRI) একটি রিপোর্টে সম্প্রতি সম্প্রতি বলা হয়েছে, চলতি বছরের শুরুতে বিশ্বের ৯টি দেশের মোট ওয়ারহেড ছিল ১৪ হাজার ৪৬৫টি নিউক্লিয়ার। মোট ওয়ারহেডের ৯২ ভাগ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে।

পরমাণু অস্ত্রের দিক দিয়ে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান! বর্তমানে ফ্রান্সের কাছে ৩০০টি, চীনের কাছে ২৮০টি, যুক্তরাজ্যের কাছে ২১৫টি, ভারতের কাছে ১৩০-১৪০টি, পাকিস্তানের কাছে ১৪০-১৫০টি, ইসরাইলের কাছে ৮০টি এবং উত্তর কোরিয়ার কাছে ১০-২০টি পরমাণু ওয়ারহেড রয়েছে।

উপরের প্রত্যেকটি দেশ আবার পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় সফল হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দেশই পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে