মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:১১:৪৫

‘মাসুদ আজহারকে তুলতে না পারলে বলুন আমরাই যাব,’ হুঁশিয়ারি

‘মাসুদ আজহারকে তুলতে না পারলে বলুন আমরাই যাব,’ হুঁশিয়ারি

চণ্ডীগড়: স্বাভাবিক ঢঙেই জঙ্গি হামলার দোষ ঝেড়ে ফেলতে ভাষণ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, হামলায় পাকিস্তানের যোগ থাকার প্রাণ দিতে হবে নাকি ভারতকে। তাহলেই তিনি ব্যবস্থা নেবেন।

ইমরানের এই বক্তব্যের পর কড়া জবাব দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। মুম্বই হামলার প্রসঙ্গে তুলে তিনি বললেন, মুম্বইয়ের ২৬/১১ হামাকর পর প্রমাণ দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রমাণ নিয়েও কোনও ব্যসব্ধা নেয়নি পাকিস্তান।

একইসঙ্গে মাসুদ আজহারের কথাও উল্লেখ করেন অমরিন্দর সিং। ট্যুইটে তিনি লেখেন, ‘বাহওয়ালপুরে বসে আছে মাস্টারমাইন্ড জইশ চিফ মাসুদ আজহার। আইএসআইয়ের সাহায্যে সেই হামলার নির্দেশ দিচ্ছে। সেখান থেকে তাকে তুলে আনুন।’ ইমরানকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি তুলে আনতে না পারেন, তাহলে আমাদের বলুন। আমরাই কাজটা করে দেব।’

এর আগেও পুলওয়ামার ঘটনা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁতের নীতি নিতে হবে। ৪১ জনের প্রাণ নিয়েছে আমাদের। হামলাকারী দেশের ৮২ জনের প্রাণ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান এবং জঙ্গি সংগঠনগুলিকে কড়া বার্তা দিতে যত সেনা শহিদ হয়েছেন তার দ্বিগুণ অর্থাৎ ৮২ জনকে খতম করতে হবে৷’ তিনি বলেন, এখনই পদক্ষেপ নেওয়ার সময়৷ কেউ যুদ্ধ করতে যেতে বলছে না, কিন্তু সেনা হত্যা মজা নয়৷ কিছু একটা করতেই হবে৷

তিনি জানান, ক্রমাগত সেনা হত্যার ঘটনায় তিনি বীতশ্রদ্ধ।

মঙ্গলবার সকালে লেফটেন্যান্ট জেনারেল কনওয়ালজিত সিং ধিলোন বলেন, জইশ ই মহম্মদ পাকিস্তানেরই সন্তান৷ এই পুলওয়ামাকাণ্ডে পাকিস্তানি সেনার ১০০ শতাংশ হাত রয়েছে বলে জানান তিনি৷ তবে পাক অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে বলে আশ্বস্ত করেন তিনি৷

এরপরই ভাষণ দেন ইমরান খান। বলেন, এটা নতুন পাকিস্তান। এই পাকিস্তান শান্তি চায়। তবে আঘাত করলে পাল্টা জবাব যে দেওয়া হবে সেটা স্পষ্ট জানান ইমরান। একইসঙ্গে বলেন, ভারতের সংবাদমাধ্যমে বারবার শোনা যাচ্ছে যে পাকিস্তানের উপর আঘাত হানতে হবে। ইমরান বলেন, ‘আমরা জানি ভারতে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে পাকিস্তানের উপর আঘাত হানলে নির্বাচনে লাভ হবে।’
সূত্র: কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে