মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:০৩:০৮

এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভিন্ন কৌশল!

এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভিন্ন কৌশল!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মিরের পুলওয়ামাতে আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়িবহরে হামলার রেশ না কাটতেই গতকাল সোমবার স্বাধীনতাকামীদের সাথে গোলাগুলিতে মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়েছে। পিংলান এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় সন্দেহভাজন যোদ্ধারা।

এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে মারা যায় দুই স্বাধীনতাকামী ও তাদের আশ্রয়দাতা। এদিকে সহিংসতার এসব ঘটনার মধ্যে আবার উত্তেজনা বেড়েছে ভারত ও পাকিস্তানের সম্পর্কে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবি তুলেছে ভারতীয় জনগণ। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ চলছে। ভারতের হুমকি-ধমকির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে ইমরান খান এক দিকে আলোচনার প্রস্তাব দিয়েছেন, অন্যদিকে তার দেশে কোনো হামলা হলে সমুচিত জবাব দেয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু ভারতে জনগণ থেকে শুরু করে রাজনীতিক বা সরকারি উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তীব্র প্রতিক্রিয়া দেখালেও ঠাণ্ডা মাথায় কৌশলী ভূমিকা রাখছে পাকিস্তান।

এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভিন্ন কৌশল! নিজেরা সরাসির কোন সংঘাতে না জড়িয়ে তৃতীয়পক্ষকে দিয়ে ভারতকে মোকাবেলা করার কৌশলে হাঁটছে ইমরান খানের সরকার। চলমান উত্তেজনা কমাতে জাতিসংঘ মহাসচিবের কাছে অনুরোধ করেছে পাকিস্তান। আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশি এক চিঠির মাধ্যমে এ অনুরোধ করেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া।

সেই চিঠিতে কুরাইশি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বলপ্রয়োগের হুমকির পর আমাদের এ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। উত্তেজনা কমাতে পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। কাজেই পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ অবশ্যই পদক্ষেপ নেবে বলে আশাকরি।’

এদিকে পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ এক বিবৃতিতে বলেছে, ‘ভারত কোনো তদন্ত ছাড়াই পাকিস্তানে ওপর দোষ দিচ্ছে যা অন্যায়। পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে সমস্যার সমাধান হবে না। বিশ্বে কেউ তা বিশ্বাস করবে না। আমরা জানি নিজেদের কীভাবে বাঁচাতে হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে