বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪৭:১৩

সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে : রামদেব

সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানকে শিক্ষা দিতে যুদ্ধই দরকার। পুলওয়ামা হামলার পর এমনটাই বললেন যোগগুরু রামদেব। মঙ্গলবার তিনি বলেন, রোজ রোজ অশান্তির থেকে ভাল যুদ্ধ হওয়া।

তিনি আরও বলেন, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বালোচিস্তানে যারা আন্দোলন করছে তাদের ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করা উচিত্‍। প্রয়োজনে অস্ত্র তুলে দেওয়ার কথাও বলেন তিনি।

তার দাবি, পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের মতো জবাব দিতে হবে। সবার আগে আমাদের পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

রামদেব বলেন, পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে লড়াই করা দরকার এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে, যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে।

রামদেবের মতে, পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি নষ্ট করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে