বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ০৯:২৫:২৫

আল-আক্বসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা

 আল-আক্বসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান নানান সংকটের মাঝে এবার অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের আল-আক্বসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ ঘটনায় অন্তত ২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আটকও করা হয়েছে কয়েকজনকে।

 স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মসজিদের আল-রাহমা প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘ এক যুগের অবরোধ তুলে নেয়ার দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিলো সেসময়। এতে কয়েকশ’ ফিলিস্তিনি অংশ নেন। তবে আকস্মিকভাবে সেখানে প্রবেশ করে গুলি ছুঁড়তে থাকে ইসরায়েল নিয়ন্ত্রিত গাজার ন্যাশনাল অথোরিটির সেনারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে