আন্তর্জাতিক ডেস্ক : দুদিনের সফরে ভারতে এসেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বুধবার সকালে সৌদি প্রিন্সকে আনুষ্ঠানিক ভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে।
সালমান ও তার প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন নরেন্দ্র মোদি। কী কী ছিল মেনুতে দেখে নিন..
নিরামিষ মেনুতে ছিল ডাল মাখনি, বাদিন-ই-জাম, কুরকুরি তিল ভিন্দি, ফুচকা, ঢাকাই চাট, পনির কালো মরিচ, ডাল মাখনি। নিরামিষ মেনুতে ছিল রোগনজোশ, তন্দুরী গুলাবী মচ্ছি, কীমা সাম্বাউসক, রোগন জোশ, জিলিপি, গুলাব জামুন, শাহি কুলফি ফালুদা, দার্জিলিং চা ও কফি।