বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৫৩:৩৩

সন্ত্রাসবাদ ও তার মদতকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে সৌদি আরব

সন্ত্রাসবাদ ও তার মদতকারীদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নামোল্লেখ করলেন না। ভারত সফররত সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘যারা সন্ত্রাসবাদে মদত জোগায়, সেই দেশগুলির উপর আরও চাপ বাড়াতে রাজি সৌদি আরব। ওই পথ থেকে দেশগুলিকে সরিয়ে নিয়ে আসার জন্যও কাজ করবে সৌদি।’

ভারত সফরে আসা সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দিতে গিয়ে বুধবার ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, এ ব্যাপারে ভারতের সঙ্গে ঐকমত্য হয়েছে সৌদি আরবের। সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দা তথ্য দেওয়া-নেওয়া করবে দু’টি দেশ।

যৌথ বিবৃতি দেওয়ার সময় এ দিন নরেন্দ্র মোদি বলেন, ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থায়িত্ব রক্ষার যা যা করণীয়, সৌদি আরব তা করতে আগ্রহী। দু’টি দেশই চাইছে, কড়া হাতে সন্ত্রাসবাদের মোকাবিলা করে সমুদ্র ও তার লাগোয়া অঞ্চল ও সাইবার দুনিয়ার নিরাপত্তাকে সুনিশ্চিত করা হোক।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, এই ভাবেই ভারত ও সৌদি আরব দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করে তুলতে চায়। এর আগে দুদিনের সফরে ভারতে আসা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে অভ্যর্থনা জানানো হয় রাষ্ট্রপতি ভবনে। সালমান ও তার প্রতিনিধিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন নরেন্দ্র মোদি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে