বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৫৭:২৮

ভারতের উত্তরপ্রদেশে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো রাতের চলন্ত ট্রেন!

ভারতের উত্তরপ্রদেশে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠলো রাতের চলন্ত ট্রেন!

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার আতঙ্ক এখনও ভারতবাসীর মন থেকে যায়নি। দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। এরই মধ্যে কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসে আচমকা বিস্ফোরণ ঘটল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বেশ জোরালো শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ট্রেন ভর্তি যাত্রীদের মধ্যে। ট্রেনের শৌচালয় থেকে আসা বিকট শব্দে তখন ত্রস্ত যাত্রী সাধারণ।

সন্ধ্যা ৭টা ১০ মিনিট। চলন্ত ট্রেন তখন উত্তরপ্রদেশের বারাজপুর স্টেশনের কাছে। আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ট্রেন। সাধারণ কামরার শৌচালয় থেকে আসা শব্দে তখন প্রমাদ গুণছেন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে গেল। শুরু হল তল্লাশি। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক মোছা যাচ্ছে না কিছুতেই।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ট্রেনের সেকেন্ড কোচের শৌচালয়ে বিস্ফোরক রাখা ছিল। তবে সেই বিস্ফোরকের তীব্রতা কম। আশঙ্কা এটা ট্রেলার হতে পারে। এই ঘটনা আভাস দিচ্ছে বড়সড় ঘটনা ঘটতে পারে যখন হোক। ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ। এই ঘটনায় নাশকতার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে