বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯, ০৭:০৯:৩৮

চকবাজার অগ্নিকাণ্ডে যুক্তরাজ্যের গভীর শোক প্রকাশ

চকবাজার অগ্নিকাণ্ডে যুক্তরাজ্যের গভীর শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট বৃহস্পতিবার ঢাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেন।

বৃহস্পতিবার দেয়া ওই বিবৃতিতে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট তিনি বলেন, ‘ঢাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এ সপ্তাহের শুরুতে আমি শহরটি সফর করেছিলাম।’

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল।

বুধবার রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০ জন নিহত ও অর্ধশতাধিক গুরুতর দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে