আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, মোদি পাকিস্তানে হামলা করলে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলের সাথে কথা বলার সময় তিনি দুবাই থেকে ওই মন্তব্য করেছেন।
কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ এক হামলায় ভারতের ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর গতকাল বুধবার জেনারেল মোশাররফ ওই মন্তব্য করেন।
ভারতের পক্ষ থেকে ওই ঘটনায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ‘আজতক’ ওয়েবসাইট সূত্রে প্রকাশ, পুলওয়ামার ঘটনার পরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের জন্য কূটনৈতিক পদক্ষেপ নেয়া প্রসঙ্গে জেনারেল মোশাররফ বলেন, এতে কিছুই হবে না। পাকিস্তানের অর্থনীতি সঠিক পথে চলেছে এবং যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয় তাহলে তারা মরে যাবে না।
মোশাররফ বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে আক্রমণ করেন, তবে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে।
মোশাররফের দাবি, পুলওয়ামার হামলায় সিআরপিএফ কর্মীদের হত্যা বা কাশ্মিরিদের জন্য নরেন্দ্র মোদির কোনো প্রকৃত আবেগ নেই।
মোশাররফ বলেন, ‘মোদির হৃদয়ে এসব লোকের জন্য আগুন নেই। যদি থাকত তাহলে তিনি আগে কাশ্মির সমস্যার সমাধান করতেন।’
পুলওয়ামায় হামলার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে এক জনসভায় দেয়া ভাষণে ওই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, ‘আপনাদের হৃদয়ে যে আগুন জ্বলছে, আমার হৃদয়েও সেই আগুনই জ্বলছে।’