শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:২৯:১৪

পাক-সেনা যা শেখাচ্ছে, ইমরান তাই বলছে: গুরুত্বর অভিযোগ ইমরানের সাবেক স্ত্রীর

পাক-সেনা যা শেখাচ্ছে, ইমরান তাই বলছে: গুরুত্বর অভিযোগ ইমরানের সাবেক স্ত্রীর

আন্তজার্তিক ডেস্ক : সেনার মদতে পাকিস্তানের তখতে বসেছেন ইমরান খান। সেই অভিযোগ গতবছরের ভোটের পর থেকেই নানা জায়গায় আলোচিত হয়েছে। পুলওয়ামা হামলার পর এবার সেই প্রসঙ্গেই আলোকপাত করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর সাবেক স্ত্রী রেহাম খান।

পুলওয়ামায় হামলার কয়েকদিন পরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানান, ভারত আক্রমণ করলে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। পাল্টা আঘাত হানবে।

এই প্রসঙ্গে রেহাম খান বলেছেন, ইমরান আসলে পাক সেনার হাতের পুতুল। পুলওয়ামা হামলার পর তাকে যা সেনা শিখিয়েছে, তিনি এসে তাই বলেছেন।

রেহামের অভিযোগ, নিজের মতাদর্শকে বিসর্জন দিয়ে ক্ষমতায় এসেছেন ইমরান। সেনা যা বলে তিনি তাই বুলি আওড়ান। ভোটে সময় পাকিস্তানে এত রক্ত ঝরলেও ইমরান মৌনী ছিলেন ক্ষমতার লোভে। এমনই দাবি করেছেন রেহাম খান।

পুলওয়ামা হামলার পর ইমরান বলেন, ভারত সরকার যদি মনে করে তারা আক্রমণ করবে আর আমরা পাল্টা দেওয়ার কথা ভাবব না। তাহলে তা ভুল। আমরাও পাল্টা আক্রমণ করব। যুদ্ধ শুরু করা এক মুহূর্তে সম্ভব, তবে যুদ্ধ কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে থামবে তা শুধু ঈশ্বর জানেন। এই সমস্যা শুধু আলোচনার মাধ্যমে সমাধান হওয়া সম্ভব। সূত্র : ওয়ানইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে