আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়া হামলায় পাকিস্তান সম্পর্কে ভারতের অনড় মনোভাবের প্রভাব পড়লো এবার খেলধূলোয়। যার জেরে কিছুটা হলে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে বলেই মনে করা হচ্ছে।
কারণ, ২ পাক শ্যুটারের ভিসা বাতিলের জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের উপরে বিধিনিষেধ আরোপ করেছে। এর জেরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে ভারতের জমা করা সমস্ত আবেদন সাসপেন্ড করেছে।
আইওসির অভিযোগ অলিম্পিক চার্টারে যে শর্তাবলী-তে ভারত সই করেছে তা লঙ্ঘন করা হয়েছে। পুলওয়ামা হামলার পর পাক শ্যুটারদের ভিসা বাতিলের সিদ্ধান্তে অলিম্পিক কমিটির এই নীতি লঙ্ঘন করা হয়েছে। ভারত সরকারের দূর্ভাগ্যজনক সিদ্ধান্তে দুই পাক শ্যুটারের বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে জানিয়েছে আইওসি।
বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় কথাও হয়েছে। কিন্তু, কোনও লাভ হয়নি বলেই দাবি আইওসির। সেই কারণে আইওসির অনুমোদিত যে কোনও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন থেকে ভারতকে ব্রাত্য রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইওসির এক্সিকিউটিভ বডি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আগামী দিনে ভারত সরকার যদি কোনও লিখিত পত্র দাখিল না করে সমস্ত ক্রীড়াবিদদের সুরক্ষা এবং সুষ্ঠু যাতায়াতের অঙ্গীকার করছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে।
এই সিদ্ধান্তের জেরে আগামী দিনে ভারতে আইওসির বেশকিছু প্রতিযোগিতার আয়োজন বিশবাঁও জলে চলে গেল। এর মধ্যে আছে ২০২৬ সালে যুব অলিম্পিক আয়োজনের আবেদন, ২০৩-এর এশিয়ান গেমস এবং ২০৩২-এর সামার অলিম্পিক, যা ভারতে প্রথমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে।