শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০২:৫৬:০৭

‘মোদিজী ৩ কেজি গোমাংসের খোঁজ পান, কিন্তু ৩৫০ কেজি বিস্ফোরকের নয়’

‘মোদিজী ৩ কেজি গোমাংসের খোঁজ পান, কিন্তু ৩৫০ কেজি বিস্ফোরকের নয়’

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হারুন ইউসুফের টুইট ঘিরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। পুলওয়ামা হামলা নিয়ে বিজেপি নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী মোদিকে তোপ দেগে হারুন ইউসুফ এক টুইটে গোমাংসের প্রসঙ্গ তুলেছেন।

যার জেরে শুরু হয় বিতর্ক। বিজেপিকে নিশানায় রেখে এক রাজনৈতিক টুইটে হারুন ইউসুফ দাবি করেন, 'নরেন্দ্র মোদীজি ৩ কেজি গোমাংসের খোঁজ পেয়ে যান, আর ৩৫০ কেজি আরডিএক্স এর খোঁজ পান না।'

উল্লেখ্য, পুলওয়ামা হামলায় আনুমানিক ৩৫০ কেজি ওজনের আরডিএক্স বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। যার মধ্যে ৮০ কেজির হাইগ্রেড বিস্ফোরক ছিল।

সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তর প্রদেশ সহ দেশের গোবলয়ের একটা বড় অংশ গোমাংস তথা গোরক্ষকদের ঘিরে হিংসার ঘটনা প্রকাশ্যে আসে। আর সেই প্রেক্ষাপটকে সঙ্গে নিয়েই এদিন নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা হারুন ইউসুফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে