শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ১২:৪২:৩৭

সংঘাতপূর্ণ রাখাইনে বিদেশিদের বিনিয়োগ করতে বললেন সু চি

সংঘাতপূর্ণ রাখাইনে বিদেশিদের বিনিয়োগ করতে বললেন সু চি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের স্টেট কাউন্সিলর অন সান সুচি দেশটির সংঘাতপূর্ণ রাজ্য রাখাইনে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি রাখাইন নিয়ে নেতিবাচক খবর প্রচার বন্ধেরও দাবি জানিয়েছেন। 

শুক্রবার রাখাইনের এনগাপালি সৈকতে একটি বিনিয়োগ মেলায় দেয়া বক্তৃতায় সু চি একথা বলেন। বিশ্বের অন্যতম প্রভাবশালী সাংবাদ মাধ্যম ‘আলজাজিরা’ এখবর জানিয়েছে।

রাখাইন রাজ্যের কথা বললেও তিনি নির্যাতিত রোহিঙ্গাদের নাম একবারও উল্লেখ করেননি। বরং তাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা না জানানোর জন্য বলেছেন ‘রাখাইন নিয়ে নেতিবাচক খবর প্রচার বন্ধ করতে।’

২০১৭ সালে দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থি বৌদ্ধরা নৃশংসভাবে গণহত্যা চালালে রাখাইনের সংখ্যালঘু সাড়ে ৭ লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে