শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯, ০৮:১৫:২১

কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

কার্পেট কারখানায়  ভয়াবহ বিস্ফোরণ,  নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলার একটি কার্পেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। কারখানাটিতে অবৈধভাবে পটকা তৈরি করা হতো। ভবনের ভেতরে রাখা পটকার বিস্ফোরণে শনিবার এ প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারখানার আশপাশের আরো তিনটি ভবনও ধসে পড়েছে। বিস্ফোরণস্থলের ছবিতে দেখা যায়, ভবনের ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, ত্রাণ তৎপরতার পাশাপাশি ঘটনাস্থলে উদ্ধারকারী সরঞ্জাম পাঠানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ এবং দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

উত্তরপ্রদেশের বারানসির পুলিশ পরিদর্শক পীযুশ শ্রী বাস্তব বলেন, বিস্ফোরণের সময় কারখানার ভেতরে অল্প কয়েকজন শ্রমিক ছিলেন। কারখানাটিতে অবৈধভাবে পটকা তৈরি করা হতো। ভবনের ভেতরে লোকজনের আটকা পড়ার সম্ভাবনা ক্ষীণ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে