রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:৩৩:৩২

প্রতিটি সার্জিক্যাল স্ট্রাইকের কড়া জবাব দেওয়া হবে : পাক-মন্ত্রী

প্রতিটি সার্জিক্যাল স্ট্রাইকের কড়া জবাব দেওয়া হবে : পাক-মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতের সমর্থনে বিভিন্ন দেশ এগিয়ে আসায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের। আর তাই তড়িঘড়ি পাকিস্তানের আত্মরক্ষায় উচ্চস্তরের বৈঠকও সেরে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

আর এবার ভারতকে হুঁশিয়ারি দিতে মুখ খুললেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। বুধবার পাক রেলমন্ত্রী হুঁশিয়ারি দেন, 'পাকিস্তানের কাছে যে সব মিসাইল রয়েছে তা শুধু প্রদর্শনের জন্য নয়, প্রয়োজনে দেশ তা ব্যবহারও করবে। 

একটি ভিডিও মেসেজে তিনি জানান, ভারত আমাদের এতটুকু ক্ষতি করার ইঙ্গিত দিলে তার উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। আমাদের মিসাইল দিওয়ালির আতসবাজি নয়। প্রতিটি সার্জিক্যাল স্ট্রাইকের কড়া জবাব দেওয়া হবে।'

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, 'ভোটের কথা মাথায় রেখেই মোদী এসব করছেন। বিধানসভা নির্বাচনে দেশে পাঁচ রাজ্যে হারের পর মোদী সেনা যুদ্ধের জন্য স্বাধীনতা দিয়ে দিয়েছেন।'

এদিকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাক সেনাকে স্পষ্ট জানান, ভারত কোনও পদক্ষেপ নিলে তার প্রত্যুত্তর দেবে পাক সেনা। বৃহস্পতিবার ইমরানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন দেশের সামরিক বিভাগের শীর্ষ আধিকারিকরা, তারা জানায়, পাকিস্তানকে রক্ষা করতে সক্ষম পাক সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে