রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৪:২৬

আমি পাঠানের ছেলে, আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি: মোদিকে ইমরান খান

 আমি পাঠানের ছেলে, আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি: মোদিকে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে অনেকবার যুদ্ধ হয়েছে। প্রতিবার জিতেছে ভারত। পাকিস্তান যুদ্ধ করে একবারও কিছু পায়নি। শনিবার ভারতের রাজস্থানের টঙ্ক শহরে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। খবর আনন্দবাজার’র।

নরেন্দ্র মোদি বলেন, ইমরান খান নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পর আমি ফোন করে তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি সন্ত্রাসের রাস্তা ছেড়ে শিক্ষা ও দারিদ্র্য দূর করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমার সঙ্গে সহমত পোষণ করেন তিনি।

তিনি বলেন, আমার কথার জবাবে তিনি (ইমরান) বলেন ‘মোদিজি আমি পাঠানের ছেলে। আমি সত্যি কথা বলি এবং সত্যি কাজ করি’। আজ সময় এসে গেছে যে কথাগুলো তিনি বলেন, সেগুলো রাখার। পারলে পুলওয়ামায় হামলাকারীদেরকে শাস্তি দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে